বিশেষ খবর



Upcoming Event

বিএসইসির নয়া চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত

ক্যাম্পাস ডেস্ক সংবাদ
img

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং অ্যান্ড ইন্সুরেন্স বিভাগের অধ্যাপক অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম।

সম্প্রতি অর্থ মন্ত্রণালয়ের বিএসইসি ও বিআইসিএম বিভাগের দায়িত্বপ্রাপ্ত উপসচিব ড. নাহিদ হোসেন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয় অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম আগামী চার বছরের জন্য বিএসইসির চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

বিএসইসির নির্বাহী পরিচালক ও কমিশন মুখপাত্র সাইফুর রহমান বলেন, বিএসইসির নতুন চেয়ারম্যান হিসেবে অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম কর্মস্থলে যোগদান করেছেন। গত ১৪ মে বিএসইসির চেয়ারম্যান প্রফেসর এম খায়রুল হোসেনের মেয়াদ শেষ হয়। আর তার স্থলাভিষিক্ত হলেন অধ্যাপক শিবলী রুবাইয়াত।


বিশ্ববিদ্যালয় কম্পাস পত্রিকার সংখ্যা সমূহ

আরো সংবাদ

শিশু ক্যাম্পাস

বিশেষ সংখ্যা

img img img