বিশেষ খবর



Upcoming Event

কুয়েটে আইটি পার্ক স্থাপিত হবে

-তথ্য ও প্রযুক্তি সচিব শ্যামসুন্দর

ক্যাম্পাস ডেস্ক সরকারি বিশ্ববিদ্যালয়
img

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) খুলনা বিভাগীয় জাতীয় হাইস্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উদ্যোগে জাতীয় হাইস্কুল প্রতিযোগিতা ২০১৫ এর অংশ হিসেবে খুলনা বিভাগের হাইস্কুলসমূহের শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রোগ্রামিং ও কুইজ প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠান ১৫ মে কুয়েট’র অডিটরিয়াম প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। ‘জানুক সবাই, দেখাও তুমি’ শ্লোগানে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের তথ্য ও প্রযুক্তি বিভাগের সচিব শ্যাম সুন্দর সিকদার এবং সভাপতিত্ব  করেন কুয়েট’র ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর। প্রধান অতিথি তাঁর বক্তৃতায় বলেন, শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশের জন্য আজকের এই অনুষ্ঠানের আয়োজন। তথ্য প্রযুক্তিতে এগিয়ে যাওয়ার মাধ্যমে ২০২১ সালের মধ্যে বাংলাদেশ মধ্যম আয়ের দেশে রূপান্তরিত হবে। তিনি আরো বলেন, অতিদ্রুত কুয়েটে আইটি পার্ক স্থাপিত হবে। কুয়েট’র ভাইস-চ্যান্সেলর বলেন, জ্ঞান বিজ্ঞানে অগ্রগতির মাধ্যমে নতুন প্রজন্ম জাতির জনক বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ে তুলবে। অনুষ্ঠানে অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন যশোর সফটওয়্যার পার্ক স্থাপন প্রকল্পের প্রকল্প পরিচালক মোঃ জাহাঙ্গীর আলম, কুয়েট’র পুরকৌশল অনুষদের ডিন প্রফেসর ড. শিবেন্দ্র শেখর শিকদার, সিএসই বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. কাজী মোঃ রাকিবুল আলম, সিএসই বিভাগের প্রফেসর ড. এম এম এ হাসেম, বেসরকারি মুঠোফোন সেবাদানকারী প্রতিষ্ঠান রবি আজিয়াটা লিঃ এর খুলনা আঞ্চলিক ব্যবস্থাপক মোঃ মিজানুর রহমান। প্রতিযোগিতা ছাড়াও অনুষ্ঠানে শিক্ষার্থী ও শিক্ষকদের নিয়ে আলাদা আলাদাভাবে সেমিনার ও কর্মশালা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় ৮ শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে, এর মধ্যে কুইজে ১০০ জন এবং প্রোগ্রামিং এ ২০ জন বিজয়ী হয়, যারা সরাসরি জাতীয় প্রতিযোগিতায় অংশ নেবে।
উল্লেখ্য, সারা দেশের ৮টি আঞ্চলিক প্রতিযোগিতা শেষে আগামী ২৯ মে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে জাতীয় হাইস্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।


বিশ্ববিদ্যালয় কম্পাস পত্রিকার সংখ্যা সমূহ

আরো সংবাদ

শিশু ক্যাম্পাস

বিশেষ সংখ্যা

img img img