বাংলাদেশ ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের উদ্যোগে দিনব্যাপী ‘আধুনিক শিক্ষাদান পদ্ধতি’ শীর্ষক কর্মশালা সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে।
ইউনিভার্সিটির অডিটোরিয়ামে এ কর্মশালার আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশ ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত উপাচার্য কামরুল হাসান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলা ও মানবিক অনুষদের ডিন এবং ইংরেজি বিভাগের চেয়ারম্যান প্রফেসর মোস্তফা কামাল উদ্দিন।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইউনিভার্সিটির বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ ইমামউদ্দিন, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর আশরাফ উদ্দিন চৌধুরী, বিভিন্ন বিভাগীয় প্রধানগণ এবং ইউনিভার্সিটির উর্ধ্বতন কর্মকর্তাগণ। কর্মশালাটি পরিচালনা করেন ইংরেজি বিভাগের প্রভাষক মিজ সুবর্ণা সেলিম।