বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ২০১৫-২০১৬ অর্থ বছরের জন্য ২৪০ কোটি ৬২ লাখ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। গত অর্থ বছরে এই বাজেটের পরিমাণ ছিল ১৯২ কোটি টাকা। সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের ডাঃ মিলন হলে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের ৫৮তম সভায় বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ডাঃ জুলফিকার রহমান খান এ বাজেট ঘোষণা করেন। সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডাঃ কামরুল হাসান খান। প্রথমবারের মতো বিভিন্ন বিভাগের চলমান কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা এবং চলমান প্রকল্পসমূহের কার্যক্রম নিয়ে সংক্ষিপ্ত উন্নয়ন বাজেটও তুলে ধরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
ঘোষিত বাজেটে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালের জন্য ১৭৪ কোটি ৩৭ লাখ টাকা এবং বিশ্ববিদ্যালয়ের জন্য ৬৬ কোটি ২৫ লাখ টাকার বাজেট অনুমোদন করা হয়েছে। বাজেটে বেতন ও ভাতাদি বাবদ ১৪৩ কোটি ২৫ লাখ টাকা, পেনশন বাবদ ৯ কোটি ৭৪ লাখ টাকা, শিক্ষা ও অন্যান্য সাধারণ আনুষঙ্গিক খাতে ৬০ কোটি ৩৩ লাখ টাকা, গবেষণায় ২ কোটি ৫০ লাখ টাকা এবং মূলধন মঞ্জুরি বাবদ ২৪ কোটি ৮০ লাখ টাকা ব্যয় ধরা হয়েছে। সভায় বঙ্গবন্ধু মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য ও সংসদ সদস্য ডাঃ মাহবুব আলী, ডাঃ রুস্তম আলী ফরাজী, বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডাঃ শহীদুল্লাহ সিকদার, বাংলাদেশ মেডিক্যাল এ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যাপক ডাঃ মাহমুদ হাসান, বিসিপিএস’র সভাপতি অধ্যাপক ডাঃ সানওয়ার হোসেন, বিএমডিসি’র সভাপতি অধ্যাপক ডাঃ আবু সফি আহমেদ আমিন, স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (মেডিক্যাল এডুকেশন) অধ্যাপক এবিএম আব্দুল হান্নান, ময়মনসিংহ মেডিক্যাল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাঃ মতিউর রহমান, শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাঃ এবিএম মাকসুদুল আলম, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের বেসিক সাইন্স ও প্যারাক্লিনিক্যাল সাইন্স অনুষদের ডিন ও বিএমএ মহাসচিব অধ্যাপক এম ইকবাল আর্সলান, সার্জারি অনুষদের ডিন অধ্যাপক ডাঃ কনক কান্তি বড়ুয়া, বিশ্ববিদ্যালয়ের প্রিভেনটিভ এ্যান্ড সোস্যাল মেডিসিন অনুষদের ডিন এবং কমিউনিটি অফথালমোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডাঃ শারফুদ্দিন আহমেদ, রেজিস্ট্রার অধ্যাপক ডাঃ আসাদুল ইসলাম, চর্ম ও যৌনব্যাধি বিভাগের অধ্যাপক ডাঃ এ.এস.এম জাকারিয়া, পরিচালক (অর্থ ও হিসাব) ছিদ্দিকুর রহমান ভূঁঞা, পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) অধ্যাপক ডাঃ আবু নাসের রিজভী, উপ-পরিচালক (অর্থ ও হিসাব) গৌর কুমার মিত্রসহ সিন্ডিকেটের সদস্য ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
দেশে সরকারি-বেসরকারি মিলিয়ে উচ্চ মাধ্যমিক পর্যায়ের কলেজের সংখ্যা ৯ হাজার ৬৩টি। এসব কলেজ থেকে এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে ১৩ লাখ ৬৭ হাজার ৩৭৭ জন। তবে কাঙ্খিত সরকারি মেডিক্যাল ...
দেশের অন্যতম চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান ইউনিভার্সেল মেডিক্যাল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়েছেন স্বনামধন্য মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক ডা. এনামুল করিম।
তিনি ইউনিভার্সেল মেডিকেল কলেজের...
সমাজের সার্বিক অবস্থা প্রত্যক্ষ করলে প্রতিভাবান অনেক ফুটন্ত গোলাপ অঙ্কুরেই ঝরে যেতে দেখা যায়। যথেষ্ট মেধা এবং দক্ষতা থাকা সত্ত্বেও সঠিক দিক নির্দেশনার অভাবে এখনকার তরুন-তরণীদের অনেকের ক্যারিয়ার হয় অন্ধকারচ্ছন্ন।...
ইউরোপের উচ্চশিক্ষার একটি অবিছেদ্য শর্ত হলো আপনি আর্থিক সাবলম্বী কি না। আপনি আপনার পড়াশুনা চালিয়ে যেতে পারবেন কি না। ভিসা আবেদনের আগে আপনাকে একটা নির্দিষ্ট পরিমান টাকার ব্যাঙ্ক সলভেনসি সার্টিফিকেট ...
প্রতিটি মানুষের জীবনেই কখনো না কখনো খারাপ সময় আসে। সবচেয়ে খারাপ পরিস্থিতি দাঁড়ায় তখনই, যখন মানুষ ভুল বোঝাবুঝির শিকার হয়, দোষ না করেও হতে হয় দোষী। তখন না যায় কাউকে বোঝানো...