১০ দফা দাবিতে নোয়াখালী আবদুল মালেক উকিল মেডিকেল কলেজের শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে অবস্থান ধর্মঘট করেছে।
এসময় ক্ষুব্ধ শিক্ষার্থীরা একাডেমিক ভবনের মূল ফটকে তালা ঝুলিয়ে দেয়।
আন্দেলনকারী শিক্ষার্থীদের অভিযোগ, দীর্ঘদিন থেকে এনাটমি, ফরেনসিক, প্যাথলজি, মাইক্রোবায়োলজিসহ বেশ কয়েকটি বিষয়ের শিক্ষক সংকট রয়েছে। এছাড়া হোস্টেল, বাস-অ্যাম্বুলেন্স, পানি সরবরাহ ও নিরাপত্তার ব্যাপক সংকট রয়েছে।
বর্তমানে অস্থায়ী হোস্টেলগুলোতে খাওয়ার ও অন্যান্য ব্যবহারে জন্য যে পানি সরবরাহ করা হচ্ছে তা পঁচা এবং দুর্গন্ধযুক্ত। এতে অনেক শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে।
কলেজ কৃর্তপক্ষ শিক্ষার্থীদের এ দাবি বারবার পূরণের আশ্বাস দিলেও এ যাবত কাজের কাজ কিছুই হয়নি। তাই তারা বাধ্য হয়ে আন্দোলনে নেমেছে।
তারা আরো জানায়, আগামি তিন দিনের মধ্যে দাবিসমূহ না মানা হলে আরো কঠোর আন্দোলনের ঘোষণা দেয়া হবে।