বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের নতুন রেজিস্ট্রার হলেন বিশ্ববিদ্যালয়ের অতিরিক্ত রেজিস্ট্রার ও ট্রান্সফিউশন মেডিসিন বিভাগের অধ্যাপক ডাঃ মোঃ আসাদুল ইসলাম। অধ্যাপক সায়েদুর রহমানের স্থলাভিসিক্ত হলেন তিনি। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে তিনি ব্লাড ট্রান্সফিউশন মেডিসিন বিভাগে মেডিক্যাল অফিসার, সহকারী অধ্যাপক ও সহযোগী অধ্যাপক হিসেবে চিকিৎসাসেবা দিয়েছেন এবং বর্তমানে শিক্ষকতা করছেন। অধ্যাপক ডাঃ মোঃ আসাদুল ইসলাম এ বিভাগে ২০১৩ সালের ৩০ জুন অধ্যাপক হিসেবে নিযুক্ত হন। তিনি ২০০৯ সাল থেকে শিক্ষকতার পাশাপাশি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের অতিরিক্ত রেজিস্ট্রারের দায়িত্ব পালন করেছেন।