সুপ্রিমকোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট আবদুল বাসেত মজুমদার বাংলাদেশ বার কাউন্সিলের নতুন ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
সম্প্রতি বার কাউন্সিলের নির্বাচিত সদস্যদের নিয়ে কাউন্সিলের সভাকক্ষে অনুষ্ঠিত প্রথম বৈঠকে সর্বসম্মতক্রমে এ সিদ্ধান্ত হয়।
নতুন কমিটির প্রথম সভায় সভাপতিত্ব করেন বার কাউন্সিলের চেয়ারম্যান অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
বৈঠকে নির্বাচিত সদস্য ও সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের প্যানেল প্রধান ব্যারিস্টার এম আমীর-উল ইসলাম অনুপস্থিত ছিলেন।
বার কাউন্সিলের সচিব একেএম জহুরুল আলম সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।
২৬ আগস্ট এ নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে ১৪টি পদের মধ্যে ১১টি পদ পেয়েছেন আওয়ামী লীগ সমর্থক আইনজীবীদের মোর্চা সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ (সাদা প্যানেল) নিরঙ্কুশ বিজয় অর্জন করে। বাকি তিনটিতে জয়লাভ করেছে বিএনপি-জামায়াত সমর্থিত জাতীয়তাবাদী ঐক্য (নীল) প্যানেল।