তৈরি পোশাক উৎপাদক ও রপ্তানিকারক ব্যবসায়ীদের সংগঠন বিজিএমইএ’র নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন স্টারলিং গ্রুপের এমডি সিদ্দিকুর রহমান। সম্প্রতি বিজিএমইএ’র এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রথম সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মঈন উদ্দিন আহমেদ; সিনিয়র সহ-সভাপতি ফারুক হাসান; সহ-সভাপতি এস এম মান্নান কচি, মাহমুদ হাসান খান বাবু, ফেরদৌস পারভেজ বিভন ও মোহাম্মদ ফেরদৌস; সহ-সভাপতি (অর্থ) মোঃ নাসির। সম্প্রতি সংগঠনের সভাপতি ও সাত সহ-সভাপতির নির্বাচন হয়। এর মধ্যে নির্বাচিত ৩৫ সদস্যের পরিচালক পর্ষদের নেতা হিসেবে সিদ্দিকুর রহমানের বিষয়ে সমঝোতা হয়েছে। বিজিএমইএ’র নির্বাচনে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ফোরাম এবং সম্মিলিত প্যানেল নেতাদের সমঝোতার ভিত্তিতে আগেই সভাপতি হিসেবে মনোনীত হয়েছিলেন তিনি।