স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, আগামী শিক্ষা বর্ষ থেকে মেডিক্যাল কলেজে ভর্তিচ্ছুদের যোগ্যতা শুধু মেধার মাপকাঠি নয়, বরং মেধার পাশাপাশি মাদকমুক্ত ও অধূমপায়ী হতে হবে। কেন না একজন সুস্থ ও সুস্বাস্থ্যের অধিকারী চিকিৎসকই কেবল জাতিকে নিশ্চিত সেবা দিতে পারে।
সম্প্রতি সিরাজগঞ্জে সবুজ কানন স্কুল অ্যান্ড কলেজে জিপিএ-৫ প্রাপ্ত ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
জেলা প্রশাসক মোঃ বিল্লাল হোসেনের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহমেদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু মোহাম্মদ গোলাম কিবরিয়া, সিরাজগঞ্জ চেম্বারের সাবেক সভাপতি সৈয়দ আব্দুর রউফ মুক্তা, কেন্দ্রীয় মহিলা আওয়ামীলীগ নেত্রী জান্নাত আরা হেনরী ও অধ্যক্ষ শাহনাজ মাহফুজা খানম প্রমুখ বক্তব্য রাখেন।
এছাড়া মন্ত্রী ভিক্টোরিয়া স্কুল অ্যান্ড কলেজ মাঠে নন এমপিও শিক্ষকদের এক সমাবেশে বক্তব্য রাখেন।