সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, মন্ত্রণালয়ের মন্ত্রী-সচিব সৎ হলে ৫০ শতাংশ দুর্নীতি এমনিতেই কমে যাবে। সম্প্রতি রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইন্সস্টিটিউটে যোগাযোগ দৃশ্যমান ক্ষেত্রে অগ্রগতি সর্ম্পকে ‘এগিয়ে যাচ্ছে বাংলাদেশ’ শীর্ষক সেমিনারে তিনি একথা বলেন। সড়ক দুর্ঘটনার প্রসঙ্গ টেনে শিক্ষামন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে মন্ত্রী বলেন, আমি ব্যক্তিগতভাবে শিক্ষা মন্ত্রণালয়কে অনুরোধ করেছি সড়ক দুর্ঘটনার বিষয়বস্তু অন্তর্ভুক্ত করতে। যাতে স্কুলের শিক্ষার্থীরা শিক্ষা কার্যক্রম থেকেই শিক্ষা গ্রহণ করতে পারে, কিভাবে রাস্তা পারাপার হতে হয়।