অতীশ দীপঙ্করের বসতভিটায় জাদুঘর, গ্রন্থাগার ও বিশ্ববিদ্যালয় স্থাপনে সহযোগিতার আশ্বাস দিয়েছেন ভারতের হাইকমিশনার পঙ্কজ শরণ। সম্প্রতি মুন্সীগঞ্জের বজ্রযোগিনীতে অতীশ দীপঙ্করের বসতভিটায় আয়োজিত এক সভায় তিনি এ আশ্বাস দেন।
অতীশ দীপঙ্কর স্মরণে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের সভাপতি সংঘনায়ক শুদ্ধানন্দ মহাথেরো। এতে প্রধান অতিথির বক্তব্যে পঙ্কজ শরণ বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির একটা দৃষ্টান্ত। এ দেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিমসহ সব ধর্মের মানুষ সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বসবাস করছে।
সভায় অন্যদের মধ্যে আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য নুহ আলম লেনিন, আওয়ামী লীগের উপদেষ্টা ড. প্রণব কুমার বড়ুয়া ও পুলিশের সাবেক ডিআইজি পিয়ার বড়ুয়া বক্তব্য দেন। সভায় উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক কুদ্দুস আলী সরকার ও অতিরিক্ত পুলিশ সুপার আ. হালিম।