বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান বলেছেন, গবেষণামূলক কর্মকাণ্ডে বিশ্ববিদ্যালয়ের সঙ্গে শিল্প খাতের পারস্পরিক সহযোগিতার সম্পর্ক নেই বললেই চলে। কিন্তু দেশের উন্নয়নের জন্য এ সম্পর্ক খুবই লাভজনক। সম্প্রতি ইউজিসি মিলনায়তনে এআইএফ সাব-প্রজেক্ট প্রপোজাল রাইটিং শীর্ষক কর্মশালার এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইউজিসি সদস্য অধ্যাপক ড. আবুল হাশেম। সভাপতিত্ব করেন উচ্চশিক্ষা মানোন্নয়ন প্রকল্পের পরিচালক ড. গৌরাঙ্গ চন্দ্র মোহন্ত।