১১ অক্টোবর খুলেছে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক)।
ছাত্রলীগের দুই গ্রুপের সংর্ঘষের পর অনির্দিষ্টকালের জন্য বন্ধ হওয়ায় শজিমেক পুনরায় খুলে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।
সম্প্রতি কলেজের অ্যাকাডেমিক কাউন্সিলের বৈঠকে এই সিদ্ধান্ত হয়। সিদ্ধান্ত অনুযায়ী বন্ধ সব হল খুলে দিয়ে পুনরায় শিক্ষা কর্যক্রম শুরুর ঘোষণা দেয়া হয়েছে ।
বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজর ভাইস প্রিন্সিপ্যাল রেজাউল আলম জুয়েল হল এবং কলেজ খুলে দেয়ার সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করেছেন ।
উল্লেখ্য, গত ৬ অক্টোবর রাতে ছাত্রলীগের দুই গ্রপের সংর্ঘষ হয়। এতে ৬ জন আহত হয়। ক্যাম্পাসে বড় ধরনের কোনো পরিস্থিতি এড়াতে ৭ অক্টোবর অ্যাকাডেমিক কাউন্সিলের বৈঠকে কলেজ অনির্দিষ্ট কালের জন্য বন্ধ ঘোষণা করা হয়।
ওই দিন বিকেল ৪টার মধ্যে সব হল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।