প্রাথমিক পর্যায়ের প্রত্যেক শিশুকেই উপবৃত্তি দেওয়া হবে, একজনও বাদ যাবে না বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান ফিজার।
১১ নভেম্বর ব্র্যাক সেন্টারে বাংলাদেশ নারী প্রগতি সংঘ (বিএনপিএস) আয়োজিত ‘নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে শিক্ষক ও শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধি প্রশিক্ষণের জন্য বাজেটে বিশেষ বরাদ্দ চাই’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এ কথা জানান মন্ত্রী। মন্ত্রী বলেন, আগে ৭৮ লাখ শিশুকে উপবৃত্তি দেয়া হতো। ছয় মাস পর থেকে এক কোটি ৩০ লাখ শিশুকে উপবৃত্তি দেয়া হবে। অর্থাৎ প্রাথমিক বিদ্যালয়ের সব শিশুকেই বৃত্তি দেয়া হবে, একজনও বাদ যাবে না।
শিশুদের শিক্ষার সূচনার জন্য পরিবারকেই প্রথম শিক্ষালয়ের ভূমিকা পালন করতে হবে উল্লেখ করে গণশিক্ষা মন্ত্রী বলেন, প্রথম দিন থেকেই যদি শিশুদের সমাজের ভালো-মন্দ শিক্ষা না দেয়া হয়, তাহলে কোনো শিক্ষক দিয়েই কাজ হবে না।