বিশেষ খবর



Upcoming Event

বিশ্ব নেতৃত্বকে মানসম্পন্ন শিক্ষা কর্মসূচি গ্রহণে নাহিদের আহ্বান

ক্যাম্পাস ডেস্ক সংবাদ
img

মানসম্পন্ন শিক্ষার প্রসারে বিস্তারিত কর্মসূচি গ্রহণের জন্য বিশ্ব নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। ৪ নভেম্বর ফ্রান্সের প্যারিসে ইউনেস্কো সদর দপ্তরে সাধারণ অধিবেশনের ৩৮তম সভায় ভাষণে তিনি এ আহ্বান জানান।
শিক্ষা মন্ত্রণালয়ের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। নাহিদ বলেন, সমাজের সব শ্রেণিকে সম্পৃক্ত করে মানসম্পন্ন শিক্ষার প্রসারে বিস্তারিত কর্মসূচি গ্রহণ করতে হবে।
ভাষণে শিক্ষামন্ত্রী ইউনেস্কো সূচিত ‘সবার জন্য শিক্ষা, ‘জাতিতে জাতিতে সম্প্রীতির জন্য শিক্ষা’ ও ‘টেকসই উন্নয়নের জন্য শিক্ষা’ কর্মসূচির সাফল্যের কথা বিশেষভাবে উল্লেখ করেন। তিনি বলেন, নারী-পুরুষ বৈষম্য হ্রাস, নারীর ক্ষমতায়ন, বেকারদের কর্মসংস্থান, জলবায়ু পরিবর্তনে খাপ খাওয়ানো, উগ্রবাদ মোকাবেলা ও বিশ্বশান্তি প্রতিষ্ঠায় শিক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
এ অধিবেশনে ইউনেস্কোর ১৯৫টি সদস্য দেশের মন্ত্রী ও ঊর্ধ্বতন কর্মকর্তারা যোগ দিয়েছেন।


বিশ্ববিদ্যালয় কম্পাস পত্রিকার সংখ্যা সমূহ

আরো সংবাদ

শিশু ক্যাম্পাস

বিশেষ সংখ্যা

img img img