সম্প্রতি অনুষ্ঠিত ঢাকা ক্লাবের বার্ষিক সাধারণ নির্বাচনে সাবেক রাষ্ট্রদূত সৈয়দ শাহেদ রেজা ৪৭৮ ভোট পেয়ে ২০১৫-১৬ সালের জন্য ঢাকা ক্লাবের প্রেসিডেন্ট পদে নির্বাচিত হয়েছেন। আসন্ন ১লা জানুয়ারি থেকে তিনি বর্তমান প্রেসিডেন্ট খায়রুল মজিদ মাহমুদ এর স্থলাভিষিক্ত হবেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন শিল্পপতি খন্দকার মশিউজ্জামান (রোমেল)। তিনি পেয়েছেন ৪০৮ ভোট। সৈয়দ শাহেদ রেজা একজন ব্যবসায়ী এবং এসএমপি ট্রেডিং কোংয়ের ব্যবস্থাপনা পরিচালক। তিনি বাংলাদেশ অলিম্পিক এ্যাসোসিয়েশনের মহাসচিব এবং অন্যতম ক্রীড়া সংগঠক।
উক্ত নির্বাচনে ১০ সদস্যের একটি কার্যকরী পরিষদ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। নির্বাচিতরা হলেন ঃ রিয়াজ আহমেদ, ইঞ্জিনিয়ার আহমেদ আসকারী, ডব্লিউ আলমগীর ভূঁইয়া, এএসএম আলী খবির চান, সৈয়দ তাসাদ্দেক হোসেন (জাহাঙ্গীর), এ জে এম এনামুল ইসলাম (বাবুল), নওজিয়া ইসলাম (রাশা), মোঃ রেজাউল করিম, এসএম জেড রাজ্জাক (মাসুম) ও আবু মুহম্মদ সাদাত (অমি)।