বিশেষ খবর



Upcoming Event

গুলশান ক্লাবের নয়া সভাপতি সাখাওয়াত আবু খায়ের মোহাম্মদ

ক্যাম্পাস ডেস্ক সংবাদ
img

রবিনটেক্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সাখাওয়াত আবু খায়ের মোহাম্মদ গুলশান ক্লাবের নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন। সম্প্রতি অনুষ্ঠিত ক্লাবের কার্যকরী কমিটির নির্বাচনে তিনি প্রতিদ্বন্দ্বী প্রার্থী ক্যাপ্টেন সাইফুর রহমানকে পরাজিত করেন। এ ছাড়া কার্যকরী কমিটির আরও দশজন সদস্যও নির্বাচিত করেন ক্লাবের সাধারণ সদস্যরা। তারা হচ্ছেন- শিরীন শিলা, এমদাদুল ইসলাম, ফারুকুজ্জামান, দেওয়ান শামীম আফজাল, মতিউর রহমান দুলাল, শওকত আলী, এমজিএম নাসির মজুমদার, এসএএম মাহবুব উদ্দিন, ড. মোহাম্মদ মিজানুর রহমান এবং ড. আহমদ শাহ জহির।


বিশ্ববিদ্যালয় কম্পাস পত্রিকার সংখ্যা সমূহ

আরো সংবাদ

শিশু ক্যাম্পাস

বিশেষ সংখ্যা

img img img