দি ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশের (আইসিএমএবি) নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন আরিফ খান। আইসিএমএবি’র কাউন্সিল সভায় এ ঘোষণা দেয়া হয়। কাউন্সিল সভায় সংগঠনটির নতুন সহসভাপতি জামাল আহমেদ চৌধুরী ও প্রফেসর মমতাজ উদ্দিন আহমেদ, সচিব মোঃ আবদুর রহমান খান ও কোষাধ্যক্ষ হিসেবে অধ্যাপক ড. স্বপন কুমার বালা নির্বাচিত হয়েছেন। আরিফ খান এর আগে দুই মেয়াদে আইসিএমএবি’র সহসভাপতি এবং বিভিন্ন মেয়াদে সচিব ও কোষাধ্যক্ষের দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কমিশনার পদেও দায়িত্ব পালন করেন। বিএসইসিতে কাজ করার আগে তিনি জাতীয় ও বহুজাতিক কোম্পানিতে গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত ছিলেন। গত সাড়ে চার বছরে আরিফ খান বিএসইসি’র সংস্কার কার্যক্রমে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। তিনি বাংলাদেশ ব্যাংকের ‘ডমেস্টিক ফ্যাক্টরিং অপারেশন ইন বাংলাদেশ’ ও ‘এসেট-লায়াবিলিটি ম্যানেজমেন্ট অব এনবিএফআইএস’ এর নির্দেশিকা প্রণয়ন-সংক্রান্ত কোর কমিটির সদস্য ছিলেন।
তিনি ছিলেন বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার অ্যাসোসিয়েশনের (বিএমবিএ) প্রথম নির্বাচিত সভাপতি। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ফাইন্যান্সে মাস্টার ডিগ্রি অর্জন করেন। পাশাপাশি একই বিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে এমবিএ ডিগ্রি অর্জন করেন। তিনি যুক্তরাষ্ট্রের সিএফএ ইনস্টিটিউটের একজন চার্টারধারী।