গত ১৬ ও ১৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হল ২দিন ব্যাপি ‘ব্যাক ক্রিকেট লিগ’। উক্ত টুর্নামেন্টে ব্যাক ইন্টারন্যাশনাল এর ছাত্ররা ৪টি দলে বিভক্ত হয়ে ব্যাক স্ম্যাসার্স, ব্যাক ইউনিকস্, ব্যাক লায়নস ও ব্যাক ওয়ারিয়র্স নামে অংশগ্রহণ করে। টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয় ব্যাক ওয়ারিয়র্স। ফাইনালে প্রথমে ব্যাট করতে নেমে ব্যাক ওয়ারিয়র্স নির্ধারিত ৮ ওভারে ৪ উইকেট হারিয়ে ১২০ রান করেন। জবাবে ব্যাক লায়নস নির্ধারিত ৮ ওভারে ৫ উইকেট হারিয়ে ৮৬ রান করেন।