এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ এর উপাচার্য প্রফেসর ড. আবুল হাসান মুহাম্মদ সাদেক বলেন, এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ এর রূপরেখা প্রবর্তনের সময় থেকেই বাংলা বিভাগ সংযোজনের সিদ্ধান্ত গ্রহণ করি। বাংলা ভাষার মর্যাদা প্রতিষ্ঠার দায়িত্ব থেকে এবং এই বিশ্ববিদ্যালয়কে একটি পূর্ণাঙ্গ রূপ দিতেই সেদিন এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিল।
তিনি বলেন, কোনো জাতি তাঁর স্বীয় সত্তাকে যদি বিশ্বের বুকে প্রতিষ্ঠিত করতে চায়, তাহলে নিজ ভাষা চর্চা এবং সুমর্যাদায় প্রতিষ্ঠার কোনো বিকল্প নেই। প্রধান অতিথি চীন-জাপানসহ উন্নত বিশ্বের উন্নয়নে নিজ ভাষাকে গুরুত্ব প্রদানের উদাহরণ উপস্থাপন করেন।
এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ এর বাংলা বিভাগের ২০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এক জাতীয় সেমিনারে তিনি এসব কথা বলেন। এ সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি।
এ সেমিনারে সভাপতিত্ব করেন এইউবি’র ট্রেজারার অ্যাড. আবুল কালাম আজাদ। রেজিস্ট্রার প্রফেসর ড. মুহাম্মদ সাইফুল ইসলামসহ শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা এ সেমিনারে উপস্থিত ছিলেন।