বিশেষ খবর



Upcoming Event

যাঁরাই দেশের উন্নয়ন চান তাঁদের শিক্ষার প্রতি আগ্রহী হতে হবে -অর্থমন্ত্রী

ক্যাম্পাস ডেস্ক সংবাদ
img

যাঁরাই দেশের উন্নয়ন চান তাঁদের শিক্ষার প্রতি আগ্রহী হতে হবে। আমরা নিম্ন মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছি। এর থেকে উত্তরণে প্রথমেই প্রয়োজন শিক্ষা। আমাদের দেশে দক্ষ জনগোষ্ঠীর বড়ই অভাব। তাই আগামী বাজেটে দক্ষতার উন্নয়নে সবচেয়ে বেশি প্রাধান্য দেওয়া হবে।
সম্প্রতি ডাচ্-বাংলা ব্যাংক শিক্ষা বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত এসব কথা বলেন। বিশেষ অতিথির বক্তব্যে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেন, আর্থিকভাবে অসচ্ছল মেধাবীদের বৃত্তি প্রদানের মাধ্যমে ডাচ্-বাংলা ব্যাংক দৃষ্টান্ত স্থাপন করেছে। বর্তমান সরকার দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়তে শিক্ষাকে অন্যতম মাধ্যম হিসেবে গণ্য করছে।
আজকের শিক্ষার্থীরাই আগামী দিনে দেশ পরিচালনা করবে। কিন্তু সবার জন্য শিক্ষার সমান সুযোগ তৈরি করা সরকারের একার পক্ষে দুরূহ ব্যাপার। এজন্য সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানকেও এগিয়ে আসতে হবে।
ডাচ্-বাংলা ব্যাংকের সামাজিক কল্যাণ কর্মসূচির অংশ হিসেবে ২০১৫ সালের এইচএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজে অধ্যয়নরত দুই হাজার ১৫৩ জন মেধাবী দরিদ্র শিক্ষার্থীকে বৃত্তি দেয়া হয়। এদের ৯০ শতাংশই গ্রামাঞ্চলের শিক্ষার্থী। আর ৫০ শতাংশই ছাত্রী। উচ্চ মাধ্যমিক ও স্নাতক পর্যায়ে এ পর্যন্ত মোট ৩৮ হাজার ৫৬৩ জন শিক্ষার্থী ডাচ্-বাংলা ব্যাংকের বৃত্তির সুযোগ পেয়েছে। বর্তমানে স্নাতক পর্যায়ে পূর্ণ শিক্ষাবর্ষের জন্য বৃত্তিপ্রাপ্তরা মাসে পাচ্ছে দুই হাজার ৫০০ টাকা করে। এ ছাড়া বার্ষিক অনুদান হিসেবে পাবে পাঠ্য উপকরণের জন্য বছরে পাঁচ হাজার টাকা ও পোশাক-পরিচ্ছদের জন্য এক হাজার টাকা।


বিশ্ববিদ্যালয় কম্পাস পত্রিকার সংখ্যা সমূহ

আরো সংবাদ

শিশু ক্যাম্পাস

বিশেষ সংখ্যা

img img img