বিশেষ খবর



Upcoming Event

শিক্ষক নিবন্ধন পরীক্ষা ৬ ও ৭ মে

ক্যাম্পাস ডেস্ক সংবাদ

ত্রয়োদশ শিক্ষক নিবন্ধন পরীক্ষার সময়সূচি ঘোষণা করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। আগামী ৬ এবং ৭ মে সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষা হবে। প্রিলিমিনারিতে উত্তীর্ণদের লিখিত পরীক্ষা ১২ ও ১৩ আগস্ট অনুষ্ঠিত হবে।
এবার ২০টি জেলায় শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি এবং আটটি বিভাগীয় শহরে লিখিত পরীক্ষা নেয়া হবে বলে জানায় এনটিআরসিএ।
লিখিত পরীক্ষার পর উত্তীর্ণদের মৌখিক পরীক্ষা নিয়ে চূড়ান্ত ফল ঘোষণা করবে এনটিআরসিএ। পরবর্তীতে শূন্য পদের চাহিদা নিয়ে উপজেলা, জেলা, বিভাগ ও জাতীয়- এসব ক্যাটাগরিতে মেধা তালিকা তৈরি করে সে অনুযায়ী নিয়োগ দেবে এনটিআরসিএ। বেসরকারি স্কুল-কলেজে শিক্ষক নিয়েগের জন্য ২০০৫ সাল থেকে এনটিআরসিএ এ পরীক্ষা নেয়া শুরু করে।
আগে একই দিন একসঙ্গে এক ঘণ্টা এমসিকিউ ও তিন ঘণ্টার লিখিত পরীক্ষা নেয়া হলেও দ্বাদশ শিক্ষক নিবন্ধন পরীক্ষা থেকে এমসিকিউ ও লিখিত পরীক্ষা আলাদাভাবে নিচ্ছে এনটিআরসিএ।


বিশ্ববিদ্যালয় কম্পাস পত্রিকার সংখ্যা সমূহ

আরো সংবাদ

শিশু ক্যাম্পাস

বিশেষ সংখ্যা

img img img