দেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ, এর সম্পূর্ণ অবদান বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃতি গ্রাজুয়েটবৃন্দের। কৃষির উন্নয়নে তাঁরা তাঁদের উদ্ভাবিত প্রযুক্তি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় সম্প্রসারণ কেন্দ্রের (বাউএক) মাধ্যমে মাঠ পর্যায়ে কৃষকের কাছে পৌঁছে দিচ্ছে।
সম্প্রতি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় সম্প্রসারণ কেন্দ্র (বাউএক) আয়োজিত শীতকালীন সবজি চাষ প্রতিযোগিতা এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আলী আকবর।
প্রধান অতিথির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর বলেন, উক্ত প্রতিযোগিতায় বাউএক আওতাভূক্ত ৫টি শিক্ষা প্রতিষ্ঠান ও সমিতির মধ্য থেকে ছাত্র-ছাত্রীসহ ৬০ কৃষক কৃষাণী অংশগ্রহণ করে।