বিশেষ খবর



Upcoming Event

ইস্টার্ন ইউনিভার্সিটির ১০৮ শিক্ষার্থী পেলো উপাচার্য সম্মাননা

ক্যাম্পাস ডেস্ক বেসরকারি বিশ্ববিদ্যালয়
img

সম্প্রতি ইস্টার্ন ইউনিভার্সিটি (ইইউ) তে উপাচার্য সম্মাননা সনদ প্রদান করা হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আব্দুর রব ১০৮ জন কৃতি শিক্ষার্থীর মাঝে এই সনদ বিতরণ করেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপ-উপাচার্য অধ্যাপক ড. আব্দুল হান্নান চৌধুরী, বিভিন্ন অনুষদের ডীন, রেজিস্ট্রার, চেয়ারপার্সনবৃন্দ। বিভিন্ন অনুষদ হতে সিজিপিএ ৪ (চার) এর মধ্যে কমপক্ষে ৩.৮০ ও কলা অনুষদ হতে ৩.৭০ প্রাপ্ত ছাত্র-ছাত্রীদের প্রতি সেমিস্টারে উপাচার্য সম্মান সনদ দেয়া হয়ে থাকে।
এছাড়াও প্রতি সেমিস্টারে শিক্ষার্থীদের মেধার সম্মানসূচক ডীন সম্মান সনদ প্রদান করা হয়, যাতে যোগ্যতার মানদন্ড হলো কলা অনুষদ হতে ৩.৬০ ও অন্যান্য অনুষদ হতে ৩.৭৫। শিক্ষার্থীদের মাঝে প্রতিযোগিতামূলক মানসিকতা তৈরি ও প্রকৃত জ্ঞান অর্জনে এই উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয় এমনটিই অভিমত এ্যাওয়ার্ড প্রাপ্তদের। যারা এই সম্মান পেয়েছে তাদের ভবিষ্যতে আরও ভালো করার মাধ্যমে দেশ গঠনে ভূমিকা রাখার আহবান জানান আমন্ত্রিত অতিথিরা।


বিশ্ববিদ্যালয় কম্পাস পত্রিকার সংখ্যা সমূহ

আরো সংবাদ

শিশু ক্যাম্পাস

বিশেষ সংখ্যা

img img img