ঘুরে দাঁড়াতে শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদক’র আগের ভাবমূর্তি ফিরিয়ে আনতে নতুন উদ্যমে কাজ শুরু করেছে বর্তমান কমিশন। দুদক’র নেয়া সময়পোযোগী নানা পদক্ষেপের পরিপ্রেক্ষিতে দুদক’র প্রতি মানুষের আস্থা ফিরে আসতে শুরু করেছে। ইতোমধ্যে বড় বড় দুর্নীতিবাজদের বিরুদ্ধে পাওয়া অভিযোগ যাচাই-বাছাই শুরু করেছে কমিশন। এসব প্রভাবশালী দুর্নীতিবাজদের গ্রেফতারের বিষয়ে আইনগত দিকও খতিয়ে দেখা হচ্ছে।
জানা গেছে, ‘দুর্নীতিবাজদের জন্য দুদক হবে আতঙ্কের নাম’- এই বক্তব্য সামনে রেখে দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদের নেতৃত্বাধীন কমিশন দায়িত্ব গ্রহণের দুই মাসের মধ্যে প্রায় দুইশ’ আসামিকে গ্রেফতার করেছে। অনেকে গ্রেফতার আতঙ্কে আত্মগোপনে আছেন। কেউ কেউ গোপনে দেশত্যাগ করেছেন।
দুদক সচিব আবু মোঃ মোস্তফা কামাল বলেন, দুদক’র ভাবমূর্তি ফিরিয়ে আনা ও আস্থাহীনতার সংকট কাটিয়ে উঠতে যা’ করা দরকার, এই কমিশন তা’ করবে। কারও বিরুদ্ধে দুর্নীতির সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেলে তিনি যত বড় প্রভাবশালীই হোন না কেন, কাউকে ছাড় দেয়া হবে না। দুদক চলবে তার আইন অনুযায়ী।