বিশেষ খবর



Upcoming Event

চট্টগ্রাম ও রাজশাহী মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ

ক্যাম্পাস ডেস্ক সংবাদ

দেশের নতুন দুটি মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের দুই উপাচার্য নিয়োগ দেওয়া হয়েছে সম্প্রতি। চট্টগ্রাম মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ পেলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেডিক্যাল অনুষদের ডিন ও ঢাকা মেডিক্যাল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. ইসমাইল খান এবং ও রাজশাহী মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ দেয়া হয়েছে রাজশাহী মেডিক্যাল কলেজের সদ্য অবসরে যাওয়া অধ্যক্ষ অধ্যাপক ডা. মাসুম হাবিবকে। রাষ্ট্রপতি ও চ্যান্সেলর মো. আবদুল হামিদ তাঁদের নিয়োগ প্রদান করেছেন।
অধ্যাপক ডা. মোঃ ইসমাইল খান চট্টগ্রাম মেডিকেল কলেজের (চমেক) প্রাক্তন ছাত্র। নিয়োগ পেয়ে সবার সহযোগিতা ও সংশ্লিষ্ট সকলকে সাথে নিয়ে কাজ করার কথা জানান নতুন উপাচার্য। ইসমাইল খান বলেন, আমি চট্টগ্রামের মানুষ। চট্টগ্রামেই আমার বেড়ে ওঠা। চট্টগ্রাম মেডিকেল কলেজে পড়াকালীন ছাত্র রাজনীতি করেছি। পরে একই কলেজে শিক্ষকতাও করেছি। এখন চট্টগ্রামের একমাত্র উচ্চতর চিকিৎসা-শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের যে গুরু দায়িত্ব আমার ওপর অর্পণ করা হয়েছে, সকলকে সাথে নিয়ে আমি এই দায়িত্ব পালন করতে চাই।


বিশ্ববিদ্যালয় কম্পাস পত্রিকার সংখ্যা সমূহ

আরো সংবাদ

শিশু ক্যাম্পাস

বিশেষ সংখ্যা

img img img