বিশেষ খবর



Upcoming Event

৮১ বছর বয়সেও গতিতে ঝড় তোলেন তিনি

ক্যাম্পাস ডেস্ক ব্যতিক্রমী সংবাদ

‘বয়সের ভারে ন্যুব্জ’ কথাটি অশীতিপর মিকালিনা বরোকচিজ-জেডারচিজের ক্ষেত্রে খাটে না। একটি বয়সের পর মানুষ যখন গতি হারায়, তখন ৮১ বছর বয়সী মিকালিনা ছুটছেন প্রচ- গতিতে। এ বছরই বাজারে আসা নতুন মডেলের গাড়ি সুবারু ডব্লিউআরএক্স এসটিআইর মালিক তিনি। প্রতিদিনই এ গাড়ি নিয়ে ছুটে না বেড়ালে তার যেন চলেই না। একজন তরুণ নতুন গাড়ি পেলে যেমন খুশি হন, ছুটে চলেন শখের গাড়ি নিয়ে দুরন্ত গতিতে, ঠিক তেমনি পোল্যান্ডের অধিবাসী এই দাদিমাও। তার ড্রাইভিংয়ের ছবি ও ভিডিও এরই মধ্যে অনলাইনে ভাইরাল হয়ে গেছে। হাজারও পোলিশের বিনোদনের খোরাক জোগাচ্ছে তা।
গণমাধ্যমের আগ্রহও কম নয় মিকালিনাকে ঘিরে। এমনই এক কৌতূহলী গণমাধ্যমের প্রশ্নের জবাবে তিনি জানান, খুব ছোটবেলা থেকেই তার দ্রুতগতির গাড়ির প্রতি তীব্র ভালোবাসা। আর এখন তিনি অবসর জীবনযাপন করছেন। তাই আরও বেশি করে গতিশীল গাড়ি তিনি ছোটাবেন, এটাই স্বাভাবিক। ছোট শহরজুড়ে প্রিয় গাড়িটি নিয়ে ঘোরার জন্য তার হাতে এখন অফুরন্ত সময়। মজার ব্যাপার হচ্ছে, এই গাড়িটিই তার প্রথম বা একমাত্র গাড়ি নয়। এর আগে তিনি মালিক হয়েছেন ওপেল, মাজদা, বিএমডব্লিউ, হোন্ডার মতো নামিদামি ব্র্যান্ডের বিলাসবহুল গাড়ির। সুবারু ব্র্যান্ডের গাড়ি সবসময়ই তার প্রিয় ছিল। তাই এ বয়সে আবারও একটি সুবারুর মালিক হয়ে তার উচ্ছ্বাসই আলাদা। তবে এই সুবারু কিনতে তার ১৩ বছর ধরে সঞ্চয় করতে হয়েছে ৫০ হাজার ২৮৫ ডলার, যা বাংলাদেশি টাকায় প্রায় ৪০ লাখ।


বিশ্ববিদ্যালয় কম্পাস পত্রিকার সংখ্যা সমূহ

আরো সংবাদ

শিশু ক্যাম্পাস

বিশেষ সংখ্যা

img img img