ওয়াইফাই যুগের পর এবার সামনে আসছে সাইফাই যুগ। প্রযুক্তিবিদদের আভাস, সাইফাই যুগ হবে আরও রোমাঞ্চকর। এই যুগে ছবি তুলতে অতিরিক্ত ক্যামেরার দরকার হবে না। মানুষের চোখই হয়ে উঠবে শক্তিশালী ক্যামেরা। চোখের পলকই সেখানে ক্যামেরার লেন্সের কাজ করবে। কিছু দেখামাত্র চোখের পলক ফেলতেই উঠে যাবে ছবি। এজন্য চোখের মণিতে শুধু একটি লেন্স পরে নিলেই হবে। এই লেন্সে থাকবে বিল্টইন ক্যামেরা। এই ক্যামেরা নিয়ন্ত্রণ করবে চোখের পাতা। পলক ফেললেই ক্লিক, ক্লিক উঠছে ছবি।
এমন একটি দিনের কথা স্বপ্নেœর কল্পনাতে আসতেই পারে, কিন্তু এবার বাস্তবেও আসতে চলেছে। ইতোমধ্যে এমন লেন্স তৈরি করে ফেলেছে গুগল। এর পেটেন্ট পেয়েছে টেক জায়ান্ট স্যামসাংও। এই বিশেষ কনট্যাক্ট লেন্সে থাকবে একটি ছোট ডিসপ্লে, একটি ক্যামেরা, একটি এন্টেনা এবং একাধিক সেন্সর। তবে শুধু ছবি তোলা নয়, এই লেন্সগুলোর মাধ্যমে শরীরে শর্করার মাত্রাও জানা যাবে।