বিশেষ খবর



Upcoming Event

বাউবি’র নয়া ভিসি ড. হুমায়ুন আখতার

ক্যাম্পাস ডেস্ক সংবাদ

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) উপাচার্য পদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. সৈয়দ হুমায়ুন আখতার নিয়োগ পেয়েছেন। রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের এক প্রজ্ঞাপনে এ কথা বলা হয়। যোগদানের তারিখ থেকে চার বছর মেয়াদে ড. সৈয়দ হুমায়ুন আখতার এ পদে দায়িত্ব পালন করবেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগে ১৯৮৭ সালে শিক্ষক হিসেবে যোগদান করেন তিনি। ২০০২ সালে একই বিভাগে অধ্যাপক পদে নিযুক্ত হন। ড. সৈয়দ হুমায়ুন আখতার বিশিষ্ট শিক্ষাবিদ, ভূতত্ত্ববিদ ও একজন খ্যাতনামা ভূবিজ্ঞানী হিসেবে দেশে-বিদেশে সুপরিচিত।


বিশ্ববিদ্যালয় কম্পাস পত্রিকার সংখ্যা সমূহ

আরো সংবাদ

শিশু ক্যাম্পাস

বিশেষ সংখ্যা

img img img