বিশেষ খবর



Upcoming Event

৭-ই মার্চের ভাষণ বিশ্বের শ্রেষ্ঠ বক্তৃতা -মুক্তিযুদ্ধ মন্ত্রী

ক্যাম্পাস ডেস্ক সংবাদ
img

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর ৪০তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদায় পালন উপলক্ষে বিশ্ববিদ্যালয়ে গাজীপুর ক্যাম্পাসের কনফারেন্স কক্ষে ২০ আগস্ট ‘ইতিহাসের মহানায়ক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর জীবনী’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আলহাজ্ব এ্যাডভোকেট আ.ক.ম মোজাম্মেল হক, এম.পি প্রধান অতিথি ছিলেন। অনুষ্ঠানে মন্ত্রী তাঁর ভাষণে বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলার স্বাধীনতার স্বপ্ন দেখেছিলেন, বাঙালি জাতিকে স্বাধীনতার স্বপ্ন দেখাতে উদ্বুদ্ধ করেছিলেন এবং তিনিই জাতিকে স্বাধীনতা এনে দিয়েছেন। তিনি আরও বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর ৭ই মার্চের বক্তৃতা বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ বক্তৃতা। ৭ই মার্চের বক্তৃতায় বাঙালির রাজনৈতিক জীবনের সমস্ত ঘটনার উল্লেখ রয়েছে। বাংলার স্বাধীনতার নির্দেশনা রয়েছে। সভাপতির বক্তব্যে বাউবি’র উপাচার্য অধ্যাপক ড. এম এ মান্নান বলেন, বিশ্ববিদ্যালয়ে একটি মুক্তিযুদ্ধ গবেষণা কেন্দ্র প্রতিষ্ঠা করা হয়েছে যেটি সহসাই উদ্বোধন করা হবে।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ গালিব আহসান অনুষ্ঠানটি সঞ্চালন করেন এবং ধন্যবাদ জ্ঞাপন করেন বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য অধ্যাপক খোন্দকার মোকাদ্দেম হোসেন।


বিশ্ববিদ্যালয় কম্পাস পত্রিকার সংখ্যা সমূহ

আরো সংবাদ

শিশু ক্যাম্পাস

বিশেষ সংখ্যা

img img img