বিশেষ খবর



Upcoming Event

নাসির ইউ মাহমুদ উত্তরা ক্লাবের সভাপতি

ক্যাম্পাস ডেস্ক সংবাদ
img

উত্তরা ক্লাবের সভাপতি পদে পুনঃনির্বাচিত হয়েছেন শিল্পপতি নাসির ইউ মাহমুদ। সম্প্রতি ক্লাবের ২৪তম বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে নাসির ইউ মাহমুদ ৬৭২ ভোট পান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কে এম আর মঞ্জুর পেয়েছেন ৩১৬ ভোট। নির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন ইফতেখার মাহমুদ, নূর মোহাম্মদ ডিকন, এস এম কাইয়ুম আলী, এ এম মাহমুদুর রহমান, নূরুল ইসলাম, আরশাদ মোর্শেদ হোসেন (পিপলু), শফিকুল আলম, পিয়ারা নার্গিস, মারুফ আজিজ (বাবু) ও কেএম খায়রুল বাশার। নির্বাচনে এক হাজার ৩৫০ ভোটারের মধ্যে ৯৯৮ জন ভোটাধিকার প্রয়োগ করেন। প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন শাহাবুদ্দিন আহমদ।


বিশ্ববিদ্যালয় কম্পাস পত্রিকার সংখ্যা সমূহ

আরো সংবাদ

শিশু ক্যাম্পাস

বিশেষ সংখ্যা

img img img