আল-আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে মোঃ হাবিবুর রহমানকে ১ জুলাই ২০১৬ থেকে ৩১ ডিসেম্বর ২০১৮ মেয়াদকালের জন্য পুনর্নিয়োগ দেয়া হয়েছে।
খ্যাতনামা ব্যাংকার মোঃ হাবিবুর রহমান ২০১৩ সালের ১ জুলাই আল-আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব গ্রহণ করেন। ১৯৭৮ সালে সোনালী ব্যাংকে প্রবেশনারি অফিসার হিসেবে যোগদানের মাধ্যমে তিনি ব্যাংকিং ক্যারিয়ার শুরু করেন।
আল-আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেডের শীর্ষ দায়িত্ব নেওয়ার আগে তিনি ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের উপব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।