এবার একই দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী আত্মহত্যার চেষ্টা করেছেন।
তবে আত্মহত্যার আগে ফেসবুকে দেয়া স্ট্যাটাসের সূত্র ধরে তাদের দ্রুত উদ্ধার করা সম্ভব হয়। তাদের অবস্থা এখনও কিছুটা সঙ্কটাপন্ন বলে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল (ঢামেক) সূত্রে জানা গেছে।
জানা যায়, ঘটনার দিন দিবাগত রাত সাড়ে ১১টার দিকে আত্মহত্যার চেষ্টা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের এক ছাত্র।
অন্যদিকে একই রাত দেড়টার দিকে ঢাবি’র রোকেয়া হলে সামাজিক বিজ্ঞান অনুষদের এক ছাত্রী আত্মহত্যার চেষ্টা করেন।