প্রথমবারের মতো নর্থসাউথ বিশ্ববিদ্যালয় (এনএসইউ) ফল সেমিস্টার-২০২২ থেকে ব্যাচেলর অব সোশ্যাল সায়েন্স (বিএসএস) মিডিয়া ও সাংবাদিকতা কোর্স চালু করতে যাচ্ছে। নতুন এ শিক্ষা কার্যক্রমের মাধ্যমে এনএসইউ ভবিষ্যতে একঝাঁক বুদ্ধিদীপ্ত তরুণ মিডিয়াকর্মী ও সাংবাদিক গড়ে তুলতে চায়, যারা শুধু জাতীয় পর্যায়ে নয়, বরং বিবিসি, সিএনএন বা আল জাজিরার মতো আন্তর্জাতিক গণমাধ্যমেও তাদের দৃঢ় পদচারণার স্বাক্ষর রাখতে সক্ষম হবে। পাশাপাশি এনএসইউতে উচ্চপ্রশিক্ষিত শিক্ষার্থীরা বিদেশে সাংবাদিকতা, চলচ্চিত্র, টিভি ও রেডিও প্রডাকশন, সোশ্যাল মিডিয়া অ্যানালিটিক্স, তথ্যনির্ভর সাংবাদিকতা, ডিজিটাল স্টোরিটেলিং, ভুয়া বনাম প্রকৃত সংবাদ, বিজ্ঞাপন, জনসংযোগসহ আরো বিভিন্ন বিষয়ে উচ্চতর শিক্ষা ও গবেষণার সুযোগ পাবেন। বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) সম্প্রতি এনএসইউর মিডিয়া এবং সাংবাদিকতাবিষয়ক পাঠ্যক্রমের অনুমোদন দিয়েছে।
উত্তর আমেরিকা ও ইউরোপের বিভিন্ন দেশসহ অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও জাপান থেকে মিডিয়া, যোগাযোগ এবং সাংবাদিকতার বিভিন্ন বিষয়ে পিএইচডি ডিগ্রি নিয়েছেন, এমন ফ্যাকাল্টি সদস্যরাই এ কোর্স পরিচালনা করবেন। ফ্যাকাল্টিদের অনেকেরই বই ও গবেষণাকর্ম রয়েছে, যা খ্যাতিমান আন্তর্জাতিক প্রকাশনা এবং জার্নাল থেকে প্রকাশিত হয়েছে। নির্ধারিত শর্তপূরণ সাপেক্ষে যোগ্য শিক্ষার্থীরা শতভাগ পর্যন্ত শিক্ষাবৃত্তি বা আর্থিক সহযোগিতা পেতে পারেন। এনএসইউর মিডিয়া এবং সাংবাদিকতা বিষয়ক বিএসএস কোর্সে আবেদনের শেষ তারিখ ১০ আগস্ট। ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৩ আগস্ট।