বিশেষ খবর



Upcoming Event

বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোকে আরো বেশি আন্তর্জাতিকীকরণ করা হচ্ছে -ইউজিসি চেয়ারম্যান

ক্যাম্পাস ডেস্ক শিক্ষা সংবাদ
img

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চুয়েট’র তড়িৎ ও কম্পিউটার কৌশল অনুষদের উদ্যোগে আয়োজিত The International Conference on Electrical, Computer and Communication Engineering (ECCE 2017) শীর্ষক আন্তর্জাতিক কনফারেন্সের সমাপনী অনুষ্ঠান সম্প্রতি কক্সবাজারের একটি হোটেলে অনুষ্ঠিত হয়। কনফারেন্সের মাধ্যমে ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক, কম্পিউটার সায়েন্স, টেলিকমিউনিকেশন প্রভৃতি বিষয়ে শীর্ষস্থানীয় একাডেমিক সায়িন্টিস্ট, রিসার্চার, স্কলারস, ডিসিশন মেকার্সগণের মধ্যে রচিত সেতুবন্ধনকে আরো এগিয়ে নেয়ার ব্যাপারে প্রত্যয় ব্যক্ত করা হয়।
এ উপলক্ষে সন্ধ্যায় আয়োজিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান। বিশেষ অতিথি ছিলেন চুয়েট’র ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের হেকেপ-এর প্রজেক্ট ডিরেক্টর ড. গৌরাঙ্গ চন্দ্র মোহান্ত, ওঊঊঊ বাংলাদেশ সেকশনের এক্সিকিউটিভ কমিটির মেম্বার ও বুয়েটের ইইই বিভাগের অধ্যাপক ড. শেখ আনোয়ারুল ফাত্তাহ। বিদেশী অংশগ্রহণকারীদের মধ্যে বক্তব্য রাখেন নেদারল্যান্ডস এর ইউনিভার্সিটি অব টুয়েন্ট এর অধ্যাপক এন্টন নিজহট।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক আবদুল মান্নান বলেন, বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোকে আরো বেশি আর্ন্তজাতিকীকরণ করা হচ্ছে। বাংলাদেশই এখন বিদেশি শিক্ষার্থীদের স্কলারশিপ দেবে। এখন বিশ্বায়নের সময়। পারস্পরিক বিনিময় বাড়িয়ে আমাদের আরো এগিয়ে যেতে হবে। সকল সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়কে আরো এক্সিলেন্স হিসেবে গড়ার কাজ চলছে। তিনি আরো বলেন, চুয়েট’র আয়োজনে এ কনফারেন্সটি বর্তমান সময়ের গুরুত্বপূর্ণ ইস্যুগুলো নিয়ে।
কনফারেন্সে কারিগরি সহায়তা দিয়েছে ওঊঊঊ বাংলাদেশ সেকশন। এতে স্পন্সর হিসেবে ছিল বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল, বিডিরেন, রুবি সিমেন্ট, ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানী লিমিটেড প্রভৃতি প্রতিষ্ঠান।


বিশ্ববিদ্যালয় কম্পাস পত্রিকার সংখ্যা সমূহ

আরো সংবাদ

শিশু ক্যাম্পাস

বিশেষ সংখ্যা

img img img