অফিসের করিডরে ধানক্ষেত; সভাকক্ষের মধ্যে টমেটোর বাগান -এমনই একটি অফিস বানিয়েছে জাপানের একটি কোম্পানি। প্রতিষ্ঠানটি অফিসের মধ্যে রীতিমতো চাষাবাদ করে তাক লাগিয়ে দিয়েছে সবাইকে।
ফুল, ফল, শস্য, সব্জি কোনো কিছুই বাদ নেই। চাষের কাজ দেখভালের জন্য বেশ কয়েকজন কৃষি কর্মকর্তাও নিয়োগ দিয়েছে তারা। পাশাপাশি এখানকার কর্মচারীরাও কাজের ফাঁকে গাছের দেখাশোনা করেন। ফলে তাদের কাজের মানও অনেকটা বেড়েছে বলে জানা গেছে। কারণ একঘেয়ে কাজের ফাঁকে গাছপালার পরিচর্যা করে, কিছুটা সময় সবুজের মধ্যে কাটিয়ে অনেকটা ঝরঝরে হয়ে কাজে ফিরতে পারেন বলে জানিয়েছেন কর্মচারীরা; যার প্রভাব অফিসের কাজেও পড়েছে।
অফিসের কার্বন নির্গমনও অনেকটাই কমে গেছে। শুধু তাই নয়, এখানে যেসব শস্য ও সব্জি উৎপন্ন হয়, সেগুলো অফিসের ক্যাফেটেরিয়ায় রান্না হয়ে পৌঁছে যায় কর্মচারীদের লাঞ্চ টেবিলে। নিজের হাতে ফলানো সব্জির স্বাদ অন্যরকম ভালোলাগা এনে দেয় বলে জানান কর্মচারীরা।
কর্মীদের স্বাস্থ্য ও পরিবেশের কথা মাথায় রেখে এই উদ্যোগ নেয়া হয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।