স্মার্টফোন জানিয়ে দেবে ভূমিকম্পের আগাম বার্তা। এমনই একটি অ্যাপ উদ্ভাবন করেছেন ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষকরা। এই এনড্রয়েড অ্যাপটি ফ্রি পাবেন স্মার্ট ফোনের গ্রাহকরা। ‘মাই শেক’ নামের এই অ্যাপটি স্মার্টফোন বাহকদের আগাম জানিয়ে দেবে কোথায় ভূমিকম্প ঘটতে যাচ্ছে।
স্মার্টফোন অ্যাপ ভূমিকম্পস্থলে অবস্থানকারী কোনো ব্যক্তিকে ভূমিকম্প আঘাত হানার আগে কয়েক সেকেন্ড বা মিনিটের মধ্যেই ভূমিকম্পের সতর্ক সংকেত দিতে সক্ষম। অ্যাপটি প্রাথমিকভাবে ভূমিকম্পের তীব্রতার চিত্রও তুলে ধরতে সক্ষম। ফলে এ মোবাইল ফোন ব্যবহারকারীরা অগ্রিম সতর্কতার মাধ্যমে দ্রুত নিরাপদ স্থানে চলে যেতে পারবে। ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের ভূ-কম্পন বিদ্যা বিভাগের প্রধান গবেষক কিংকাই কং জানান, অ্যাপে ব্যবহৃত প্রযুক্তির সাহায্যে ভূমিকম্পের পূর্ব সতর্কতা হিসেবে অগ্রিম বার্তা পাওয়া যাবে।