কোনো অবিবাহিতা নারী মোবাইল ফোন ব্যবহার করলে দিতে হবে ২ হাজার ১০০ টাকা দন্ড। আর যে ধরিয়ে দেবে তাকে দেয়া হবে ২০০ টাকা বকশিশ। ভারতের গুজরাটের মেহসানার সূর্য নামের এক গ্রামে চালু রয়েছে এমনই এক নিয়ম। গ্রামসভা এ নিয়ম চালু করেছে। সভায় বলা হয়, পুরুষের মদ্যপানের মতো নারীদের মোবাইল ফোন ব্যবহারও খুব খারাপ। এতে সমাজের ক্ষতি হয়। কিশোরীদের পড়াশোনার পাশাপাশি নারীদের ঘরের কাজে মনঃসংযোগও সম্পূর্ণ নষ্ট করে দেয় মোবাইল। তাই ‘নষ্টামি’ রুখতে গ্রামের অবিবাহিত সব নারীর ক্ষেত্রেই মোবাইল ফোন ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করা হয় সভায়।