নিয়ম-কানুনের বেড়াজাল বানানোই হয় মানুষের কল্যাণের জন্য। আর সেই কল্যাণ অবশ্যই সমষ্টিগত কল্যাণ, ব্যক্তিগত নয়। এটা করা যাবে না, ওটা করা যাবে না এই বিধি নিষেধের ফিরিস্তি মহা লম্বা। তবে দুনিয়ার নিষিদ্ধ জিনিসের তালিকাটা কখনও কখনও ভারী অদ্ভুতও বটে। সেই অদ্ভুত তালিকায় যদি কেউ যোগ করে মৃত্যুর মতো অবশ্যম্ভাবী জিনিসকেও, তাহলে! হ্যাঁ, এ এক আজব গ্রাম। ফ্রান্সের এই গ্রামে সব কিছু করা যায়, শুধু মরা যায় না। জীবন ছেড়ে মৃত্যুর কোলে ঢোলে পড়ার সময় এলেই এই গ্রাম থেকে তাড়িয়ে দেয়া হয়। আর যা খুশি কর, কিন্তু এই গ্রামে মরতে পারবে না। এর কারণটাও অদ্ভুত। এই গ্রামে সমাধিক্ষেত্র বা গোরস্থানের আর জায়গা নেই। এই গ্রামে একবার একসঙ্গে অনেক লোক মারা যায়। গ্রামের অনেকটা অংশ নিয়ে সেখানে তৈরি হয় সমাধিক্ষেত্র। এরপর এই গ্রামে বেশ বড় জনবসতি গড়ে ওঠে। কিন্তু সমাধিক্ষেত্রের আর জায়গা নেই। তাই মৃত্যুর সম্ভাবনা থাকা কোনো মানুষকে পাঠিয়ে দেয়া হয় পাশের গ্রামে। অবস্থাটা এমন যেন গ্রীষ্মের ছুটি শুরু হতে যাচ্ছে, আর আপনাকে পাঠিয়ে দেয়া হলো মামা বাড়িতে আম কুড়াতে।