বিশেষ খবর



Upcoming Event

শিক্ষক-শিক্ষার্থীদের স্বল্পমূল্যে ইন্টারনেট সেবা দিতে আলোচনা চলছে -শিক্ষামন্ত্রী

ক্যাম্পাস ডেস্ক শিক্ষা সংবাদ
img

শিক্ষক-শিক্ষার্থীদের স্বল্পমূল্যে ইন্টারনেট সেবা দিতে আলোচনা চলছে এমনটাই জানালেন শিক্ষামন্ত্রী দীপু মনি। তিনি বলেন, অনলাইনে শিক্ষা নিতে এবং পাঠদান করাতে শিক্ষক-শিক্ষার্থীদের যাতে ইন্টারনেট খরচ নিয়ে ভোগান্তিতে পড়তে না হয় সে বিষয়টি নিয়ে আমরা চিন্তাভাবনা করছি। শিক্ষক শিক্ষার্থীদের স্বল্পমূল্যে বা বিনা মূল্যে ইন্টারনেট সেবা দিতে মোবাইল কোম্পানিগুলোর সাথে এ নিয়ে আলোচনা চলছে। সম্প্রতি ভার্চুয়াল মাধ্যমে আয়োজিত দশ হাজার শিক্ষককের অনলাইনে প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

শিক্ষামন্ত্রী আরও বলেন, আমরা মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে চাই। মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে তথ্য প্রযুক্তিকে ভালোভাবে কাজে লাগাতে হবে। আর চতুর্থ শিল্প বিপ্লব মোকাবেলায় শিক্ষার্থীদের বিভিন্ন দক্ষতা অর্জন করতে হবে। তাই অনলাইনের মাধ্যমে পাঠদান ও শিক্ষাদান পরিচালনার একটি প্রস্তুতির মধ্যে ছিল শিক্ষা মন্ত্রণালয়। তাই, হঠাৎ করোনা ভাইরাস সংক্রমণ শুরু হলেও আমরা পাঠদান কার্যক্রম চালিয়ে যেতে পারছি। গত ২৯ মার্চ থেকে সংসদ টিভিতে পাঠদান শুরু হয়েছে। এছাড়া ৩৩৩৬ নম্বর টেলিফোনে শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেয়া হচ্ছে। কমিউনিটি রেডিওর মাধ্যমে পাঠদানের আলোচনা চলছে। এছাড়া এটুআইয়ের সঙ্গে একটি অনলাইন প্লাটফর্ম তৈরি হচ্ছে। যার মাধ্যমে আমরা শিক্ষার্থীদের পাঠদান করতে পারবো। একইসঙ্গে তাদের মূল্যায়ণ করতে পারবো। আশা করছি, আগামী মাস থেকেই এ কার্যক্রম শুরু হবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে অংশ নেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক মুখ্য সচিব আব্দুল করিম, সাবেক শিক্ষা সচিব মো. নজরুল ইসলাম খান, কোডার্সট্রাস্টের সিইও ও কো-ফাউন্ডার আজিজ আহামদ, সংগঠনটির উপদেষ্টা ও অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল হালিম, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক মো. ফসিউল্লাহ এবং দৈনিক শিক্ষাডটকমের সম্পাদক ও এডুকেশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ইরাব) এর প্রতিষ্ঠাতা সভাপতি সিদ্দিকুর রহমান খান।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক মুখ্য সচিব মো. আব্দুল করিম শিক্ষার্থীদের ব্লকচেইন-রোবটিক্সের মত আধুনিক বিজ্ঞানের বিভিন্ন দক্ষতা অর্জনের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে সকলের দোড়গোড়ায় পৌঁছে দিতে কাজ করে চলেছে সরকার। সাবেক শিক্ষা সচিব মো. নজরুল ইসলাম খান শিক্ষকদের প্রশিক্ষণের যাতে মানসম্মত হয় সে বিষয়ে গুরুত্বারোপ করেন। তিনি বলেন, শিক্ষকদের প্রশিক্ষণের বিভিন্ন সফটওয়্যার ও এর সর্বোচ্চ উপযোগিতা ও ব্যবহার নিশ্চিত করার বিষয়টিতে জোর দিতে হবে।


বিশ্ববিদ্যালয় কম্পাস পত্রিকার সংখ্যা সমূহ

আরো সংবাদ

শিশু ক্যাম্পাস

বিশেষ সংখ্যা

img img img