বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর সিরাজুল ইসলাম চৌধুরী বলেছেন, দেশের উন্নতির জন্য সর্বোচ্চ অগ্রাধিকার পাওয়া উচিত শিক্ষা খাতের। কিন্তু অনেক দিন ধরে তা হচ্ছে না। বাজেটে শিক্ষা খাতে যে বরাদ্দ দেয়া হয় তা পর্যাপ্ত নয়। তিনি বলেন, শ্রমের ভিত্তিতে নয় শিক্ষার উন্নতির মাধ্যমেই দেশকে উন্নত পর্যায়ে নিয়ে যাওয়া উচিত।
আর শিক্ষার উন্নতির জন্য, শিক্ষার মান বৃদ্ধির জন্য সবার আগে দরকার ভালো মানের শিক্ষক। আর ভালো মানের শিক্ষক ও শিক্ষার মান নিশ্চিত করার জন্য প্রাথমিক স্তর থেকে সর্বস্তরের শিক্ষকদের আর্থিক সমস্যার সমাধান করা এবং সর্বক্ষেত্রে যোগ্য শিক্ষক নিয়োগ নিশ্চিত করা দরকার।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রফেসর ইমেরিটাস সিরাজুল ইসলাম চৌধুরী এক জাতীয় দৈনিক পত্রিকাকে এসব কথা বলেন। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরের শিক্ষা খাতের গুরুত্ব এবং এ খাতের সমস্যা দূরীকরণ বিষয়ে এ শিক্ষাবিদ বলেন, জাতীয়করণ ছাড়া এ খাতের শিক্ষার উন্নয়নের কোনো বিকল্প নেই।
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের স্কুল ও কলেজগুলো জাতীয়করণ করা দরকার। তাহলে মেধাবীরা শিক্ষকতায় এগিয়ে আসবেন। এ খাতের শিক্ষার উন্নতি হবে এবং সমস্যাও দূর হবে। তিনি বলেন, শিক্ষকরা যদি আর্থিক সমস্যায় ভোগেন, তারা যদি বেতনভাতা না পান তাহলে তারা শিক্ষার্থীদের লেখাপড়া করাবেন কিভাবে আর শিক্ষার মানই বা বাড়বে কেমন করে? তাই শিক্ষার মান বাড়াতে হলে শিক্ষকদের সমস্যা দূর করতে হবে।
দেশের উচ্চ শিক্ষার সমস্যা, আন্তর্জাতিক প্রেক্ষাপটে দেশের নামকরা অনেক পাবলিক বিশ্ববিদ্যালয়ের মানের অবনতি, শিক্ষক নিয়োগে বিভিন্ন ধরনের অনিয়মের বিষয়ে জানতে চাওয়া হলে বিশিষ্ট এ শিক্ষাবিদ বলেন, শিক্ষক নিয়োগের ক্ষেত্রে মেধাই হওয়া উচিত যোগ্যতার মাপকাঠি। অন্য কিছু বিবেচনায় আনা উচিত নয়। যোগ্য আর মেধাবীদের শিক্ষক হিসেবে নিয়োগ দিতে না পারলে উচ্চশিক্ষা কেন কোনো ক্ষেত্রেই শিক্ষার মান বাড়ানো যাবে না।
সার্বিক শিক্ষার মান বাড়ানোর জন্য বাজেটে বরাদ্দ বৃদ্ধির দাবি জানিয়ে তিনি বলেন, অনেক দিন ধরে শিক্ষা খাতে পর্যাপ্ত বরাদ্দ দেয়া হয় না। যা বরাদ্দ দেয়া হচ্ছে তা পর্যাপ্ত নয়।