ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) ড. বেনজীর আহমেদ বলেন, বাংলাদেশ পুলিশের সদস্যদের যে যোগ্যতা, দক্ষতা ও মেধা রয়েছে তার সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে পারলে দেশ ও দেশের মানুষের জন্য আরো অনেক বেশি কাজ করা সম্ভব। সম্প্রতি হাতিরঝিলে পুলিশ প্লাজায় স্থানান্তরিত নৌ পুলিশ সদর দপ্তরে নৌ পুলিশ আয়োজিত মত বিনিময়সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ড. বেনজীর আহমেদ আরো বলেন, পুলিশিং এক ধরনের যুদ্ধ। অপরাধ ও আইন-শৃঙ্খলা পরিস্থিতির সঙ্গে সার্বক্ষণিক যুদ্ধ করে সমাজ ও দেশে শান্তিপূর্ণ পরিস্থিতি বজায় রাখতে হয়। দেশের স্বার্থে এ যুদ্ধে সব সময় সফল হওয়া জরুরি। অনুষ্ঠানে আইজিপি নতুন ইউনিট নৌ পুলিশকে স্বল্প সময়ের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য সাফল্য অর্জনের জন্য বিশেষ ধন্যবাদ জানান।