শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মুজিবুল হক চুন্নু এমপি বলেছেন, বর্তমান সরকার শিক্ষকবান্ধব। শিক্ষকদের কল্যাণে প্রধানমন্ত্রী নিরলস পরিশ্রম করছেন। স্কুল-কলেজ ও মাদ্রাসা শিক্ষকদের নতুন পে-স্কেলের আওতায় এনে তা বাস্তবায়নের জন্য সরকার চিন্তা-ভাবনা করছে। করিমগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির বার্ষিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মতিউর রহমানের সভাপতিত্বে বক্তৃত্বা করেন ইউএনও আবুল কাশেম মোহাম্মদ শাহীন, কবীর উদ্দিন মিল্কি, এ বি সিদ্দিক, আবু বাক্কার ছিদ্দিক ভূঁইয়া, জমসেদ আলী প্রমুখ।