এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল ৯ আগস্ট প্রকাশ করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
২৬ জুলাই সচিবালয়ে নিজ দপ্তরে তিনি বলেন, বিগত বছরগুলোতে ৬০ দিনের মধ্যে এসএসসি ও এইচএসসির ফল প্রকাশ করে আসছি। ১০ আগস্ট এইচএসসি পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিন পূর্ণ হবে। তার আগেই ৯ আগস্ট ফল প্রকাশ করব।
ফল প্রকাশের জন্য সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলেও জানান শিক্ষামন্ত্রী।
এবারও অনলাইনে এবং মোবাইল ফোনে এসএমএস করে ফল পাওয়া যাবে।
রেওয়াজ অনুযায়ী, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বিভিন্ন শিক্ষা বোর্ডের চেয়ারম্যানদের নিয়ে প্রধানমন্ত্রীর কাছে ফলাফলের অনুলিপি হস্তান্তর করেন।
শিক্ষামন্ত্রী বলেন, সকাল ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ফলের অনুলিপি হস্তান্তর করা হবে। এরপর প্রধানমন্ত্রী দুটি কলেজের সাথে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কথা বলে ফল প্রকাশ করবেন।
এরপর দুপুরে সচিবালয়ে সংবাদ সম্মেলনে ফলাফলের বিস্তারিত তুলে ধরা হবে।
জানা যায়, ৮ অথবা ৯ আগস্ট ফল প্রকাশের সময় চেয়ে প্রধানমন্ত্রীর কাছে প্রস্তাব পাঠানো হয়।
কোন্ দু’টি কলেজের সাথে প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্স করবেন তা শীঘ্রই চূড়ান্ত করবে শিক্ষা মন্ত্রণালয়।
গত ১ এপ্রিল থেকে পরীক্ষা শুরু হওয়া পরীক্ষা সারা দেশে দুই হাজার ৪১৯টি কেন্দ্রে আট হাজার ৩০৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের ১০ লাখ ৭৩ হাজার ৮৮৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়।
ঢাকা উত্তর ও দক্ষিণ এবং চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের কারণে ২৬, ২৭ ও ২৮ এপ্রিলের পরীক্ষা পিছিয়ে ২, ৪ ও ১৬ মে নেয়া হয়।
১১ জুন পর্যন্ত তত্ত্বীয় পরীক্ষা শেষে ব্যবহারিক পরীক্ষা নেয়া হয় ১৩ থেকে ২২ জুন।
গত এসএসসি পরীক্ষা বিএনপি-জামায়াত জোটের হরতাল-অবরোধের মধ্যে পড়ে ১৬ দিনে মোট ৩৬৮টি বিষয়ের পরীক্ষা পিছিয়ে যায়। হরতালের কারণে ব্যবহারিক পরীক্ষা পিছিয়ে ২৯ মার্চ থেকে ২ এপ্রিলের মধ্যে শেষ করা হয়।
তবে অবরোধ চললেও ‘অনানুষ্ঠানিক’ ঘোষণা ছাড়াই তা অচল হওয়ার মধ্যে সময়মত এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয়।