বিশেষ খবর



Upcoming Event

জ্ঞান অর্জনে বই পড়ার ভূমিকা অপরিসীম

-সংস্কৃতিমন্ত্রী

ক্যাম্পাস ডেস্ক শিক্ষা সংবাদ
img

যশোরে ১২ দিনব্যাপী বইমেলার উদ্বোধনকালে সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর বলেছেন, চেতনার লড়াইয়ে জিততে হলে জ্ঞান অর্জনের বিকল্প নেই। জ্ঞান অর্জনে বইয়ের ভূমিকা অপরিসীম। তাই বই পড়তে হবে জ্ঞান অর্জনের জন্য। তিনি বলেন, প্রতিটি জাতি নিজস্ব সংস্কৃতি নিয়ে মাথা উঁচু করে দাঁড়াতে চায়। আমরাও তেমনটি চেয়েছি। কিন্তু একশ্রেণির মানুষ ধর্মভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে। অথচ আরব রাষ্ট্রগুলোতেও এমনটি নেই। মুন্সি মেহেরুল্লাহ ময়দানে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলা প্রশাসক ড. হুমায়ূন কবীরের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক। আরও বক্তব্য রাখেন সংস্কৃতিক মন্ত্রণালয়ের সচিব রণজিত কুমার বিশ্বাস, যুগ্ম সচিব মনজুরুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার কেএম আরিফুর রহমান, জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির সভাপতি ওসমান গনি, সহসভাপতি মাযাহারুল ইসলাম প্রমুখ। ‘চেতনার জাগরণে বই’ প্রতিপাদ্যে যশোরে শুরু হয়েছে ১২ দিনব্যাপী বইমেলা। মেলায় ৬৮টি স্টল বসেছে। ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত স্টল খোলা থাকবে।


বিশ্ববিদ্যালয় কম্পাস পত্রিকার সংখ্যা সমূহ

আরো সংবাদ

শিশু ক্যাম্পাস

বিশেষ সংখ্যা

img img img