বিশেষ খবর



Upcoming Event

যুক্তরাজ্যে মেডিকেল স্কুলে স্কলারশিপ

ক্যাম্পাস ডেস্ক বৃত্তি
img

হাল্‌ ইয়র্ক মেডিকেল স্কুলে মেডিকেল শিক্ষার্থীদের জন্য স্কলারশিপ দিচ্ছে। স্কলারশিপটির মূল্য মোট খরচের ২৫% এবং এটি এমবিবিএস কোর্সের (২ বছরের জন্য) প্রতিটি শিক্ষাবর্ষের জন্য। বাংলাদেশসহ অন্যান্য দেশের মেধাবী শিক্ষার্থীদের জন্য এই স্কলারশিপ দেওয়া হচ্ছে।
স্থান: যুক্তরাজ্য
সুযোগ সুবিধাসমূহ: ২৫% স্কলারশিপ নিয়ে যুক্তরাজ্যে এমবিবিএস কোর্সের সুযোগ।
আবেদনের যোগ্যতা: আবেদন যোগ্য হতে হলে শিক্ষার্থীকে ২০১৮ সাল একাডেমিক বছরে ভর্তির জন্য প্রস্তাব পেয়েছে এমন হতে হবে। আবেদন করতে যোগ্য হতে আপনার নির্বাচিত কোর্সের জন্য আপনাকে একটি প্রস্তাব পেতে হবে। এই বৃত্তি জন্য আবেদন অংশ হিসাবে, আপনি ৫০০ থেকে ৮০০ শব্দের মধ্যে একটি ব্যক্তিগত বিবৃতি প্রদান করতে হবে। এক্ষেত্রে আপনাকে অনলাইনে আবেদনের পূর্বে বিবৃতিটি প্রস্তুতের জন্য সুপারিশ করা হল। যেসকল স্থানের প্রার্থীদের জন্য প্রযোজ্য: বাংলাদেশসহ বিশ্বের অন্যান্য দেশ।


বিশ্ববিদ্যালয় কম্পাস পত্রিকার সংখ্যা সমূহ

আরো সংবাদ

শিশু ক্যাম্পাস

বিশেষ সংখ্যা

img img img