সাফল্যের সঙ্গে প্রথম মেয়াদ শেষ করার পর ড. মোহাম্মদ হায়দার আলী মিয়া এক্সিম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক পদে পুনঃনিয়োগ লাভ করেছেন। তাঁর এ পুনঃনিয়োগ ২৫ জুলাই ২০১৫ থেকে কার্যকর হয়েছে।
ড. মোহাম্মদ হায়দার আলী ১৯৮৪ সালে প্রবেশনারি অফিসার হিসেবে তার ব্যাংকিং জীবনের সূচনা করেন। ২০০০ সালে তিনি ভাইস প্রেসিডেন্ট হিসেবে এক্সিম ব্যাংকে যোগদান করেন। পরবর্তীতে তিনি বিভিন্ন শাখার শাখা ব্যবস্থাপক ও প্রধান কার্যালয়ের বেশ কিছু গুরুত্বপূর্ণ বিভাগের প্রধান হিসেবে দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেন।
২০০৮ সালে উপব্যবস্থাপনা পরিচালক, ২০১১ সালে অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হিসেবে পদোন্নতি লাভ করেন এবং সর্বশেষ ২০১২ সালের ২৫ জুলাই ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োগ লাভ করেন।