ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) বিজনেস স্টাডিজ অনুষদের মাস্টার অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (এমবিএ, ইভিনিং) প্রোগ্রামের ভর্তি ফরম বিতরণ চলছে। সোনালী ব্যাংকের ঢাবি ক্যাম্পাস শাখা এবং বিভাগীয় অফিসে ১৩ অক্টোবর থেকে এ ফরম পাওয়া যাচ্ছে। ফরম বিতরণ চলবে আগামী ১০ নভেম্বর পর্যন্ত। ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ২০ নভেম্বর। এ অনুষদের ডিন প্রফেসর শিবলী রুবাইয়াতুল ইসলাম এর নেতৃত্বে ইভিনিং এমবিএ ছাড়াও অনুষদটি আরো যুগোপযোগী ও আধুনিকায়ন করা হয়েছে। এ অনুষদের পরীক্ষার ফলাফলও ভালো। এ ফ্যাকাল্টির ছাত্র-ছাত্রীরা পাস করে বেরুনোর সাথে সাথে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা হয়ে যায়। এজন্য এ ফ্যাকাল্টিকে ১নং ফ্যাকাল্টি হিসেবে গণ্য করা হয়।