বিশেষ খবর



Upcoming Event

আইডিয়াকে ম্যাটেরিয়ালে রূপান্তর করতে পারলেই বিশ্বকে নিয়ন্ত্রণ সম্ভব -কুয়েট ভিসি

ক্যাম্পাস ডেস্ক সরকারি বিশ্ববিদ্যালয়

আমরা আইডিয়াকে ম্যাটেরিয়ালে রূপান্তর করতে পারলেই বিশ্বকে নিয়ন্ত্রণ সম্ভব। আমাদেকে সেই কাজটিই করে দেখাতে হবে। শিক্ষার্থীদেরকে তাদের আইডিয়াকে নিজের কাছে না রেখে ছড়িয়ে দিতে হবে। প্রথম স্টেপ তোমাকেই নিতে হবে, একসময় তুমি আর একা থাকবে না, অনেককেই তোমার সাথে পাবে।
সম্প্রতি খুলনা প্রকৌশল ও প্রযুক্তি ¦বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) ‘মেকার ফিস্ট’ শীর্ষক দিনব্যাপী আলোচনা, প্রযুক্তি উদ্ভাবন ও উদ্ভাবিত প্রযুক্তি প্রদর্শনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভিসি ড. মুহাম্মদ আলমগীর এসব কথা বলেন।
উল্লেখ্য, নতুন নতুন পণ্য উদ্ভাবন করতে এবং তার ব্যবহার দেশে ও বিদেশে যেন হয় সেজন্য নতুন নতুন উদ্ভাবনকে উৎসাহিত করতে মেকার ফিস্ট অনুষ্ঠিত হচ্ছে।


বিশ্ববিদ্যালয় কম্পাস পত্রিকার সংখ্যা সমূহ

আরো সংবাদ

শিশু ক্যাম্পাস

বিশেষ সংখ্যা

img img img