বিশেষ খবর



Upcoming Event

শিক্ষার্থীদের জন্য চীন সরকারের স্কলারশিপ

ক্যাম্পাস ডেস্ক বৃত্তি
img

অনার্স, মাস্টার্স, পিএইচডি অথবা নন-ডিগ্রি!! যেকোনো লেভেলের শিক্ষার্থীর জন্য চীন সরকার নিয়ে এল স্কলারশিপ। সেই সাথে মোটা অঙ্কের টাকাসহ পাবেন থাকা-খাওয়ার সুবিধা। অনার্সের ক্ষেত্রে ৪-৭ বছরের কোর্স, মাস্টার্সের ক্ষেত্রে ২-৫ বছরের কোর্স, পিএইচডির ক্ষেত্রে ৩-৬ বছরের কোর্স, জেনারেল স্কলার এবং সিনিয়র স্কলারের ক্ষেত্রে সর্বোচ্চ ২ বছরের কোর্স প্রযোজ্য এ স্কলারশিপের ক্ষেত্রে।

যে যে বিষয় প্রযোজ্য

চীনের ২৭৯টি নামকরা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিষয়ে কোর্স করা যাবে। Science, Engineering, Agriculture, Medicine, Law, Economics, Management, Education, Liberal Arts, Philosophy, History, Ges Fine Arts  এর উপর ডিগ্রি নেয়া যাবে।

যোগ্যতা

- বিশেষ কোনো যোগ্যতা লাগবে না

- উল্লেখিত বিষয়সমূহের মধ্যেই পড়তে রাজি থাকতে হবে

*** চীন সরকারের স্কলারশিপ সাতটি ক্যাটাগরির আওতাভুক্ত ঃ

- বাইলেটারাল প্রোগ্রাম

- চাইনিজ বিশ্ববিদ্যালয় প্রোগ্রাম

- গ্রেট ওয়াল প্রোগ্রাম

- ইইউ প্রোগ্রাম

- এইউএন প্রোগ্রাম

- পিআইএফ প্রোগ্রাম

- ডাব্লিউএমও প্রোগ্রাম

সুবিধাসমূহ

- টিউশন ফি পুরো ফ্রি

- সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় থাকার ব্যবস্থা করবে

ডরমিটরি

* বিশ্ববিদ্যালয়ের তত্ত্বাবধানে যদি শিক্ষার্থী থাকতে চায় তাহলে ওই বিশ্ববিদ্যালয় ডরমিটরিতে তার থাকার ব্যবস্থা করা হবে (দুইজনের রুম সাধারণত); আর যদি বিশ্ববিদ্যালয় তাকে বাইরে থাকার অনুমতি দেয় তাহলে বাইরে থাকার জন্যও খরচ বহন করবে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়।

- অনার্স/ মাস্টার্স/ জেনারেল স্কলারের জন্য মাসিক ৭০০ চাইনিজ ইউয়ান (৮৭১৭ টাকা)

- ডক্টরাল/ সিনিয়র স্কলারের জন্য মাসিক ১০০০ চাইনিজ ইউয়ান (১২৪৫২ টাকা)

বৃত্তিঃ (মাসিক)

- আন্ডারগ্র্যাজুয়েট শিক্ষার্থী ঃ ২৫০০ চাইনিজ ইউয়ান (৩১,১৩২ টাকা)

- মাস্টার্স/ জেনারেল স্কলারের শিক্ষার্থী ঃ ৩০০০ চাইনিজ ইউয়ান (৩৭,৩৫৮ টাকা)

- ডক্টরাল/ সিনিয়র স্কলারের শিক্ষার্থী ঃ ৩৫০০ চাইনিজ ইউয়ান (৪৩,৫৮৫ টাকা)

- স্কলারশিপ চলাকালীন সময় সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় নিজে থেকেই বৃত্তির টাকা মাসে মাসে শিক্ষার্থীকে দিয়ে দেবে

- ১৫ তারিখের আগে রেজিস্ট্রেশন করলে সম্পূর্ণ মাসের বৃত্তি পাওয়া যাবে কিন্তু ১৫ তারিখের পরে রেজিস্ট্রেশন করলে অর্ধেক মাসের বৃত্তি পাওয়া যাবে

- ১৫ দিনের বেশি চীনের বাইরে অবস্থান করলে (ছুটিসহ) তার ওই সময়কার বৃত্তি বাতিল হবে

- এছাড়াও আংশিক স্কলারশিপ সম্পূর্ণ স্কলারশিপসহ অন্যান্য জিনিসের ঘাটতি মেটাবে

যেভাবে আবেদন করতে হবে

- সংশ্লিষ্ট চীনা বিশ্ববিদ্যালয়গুলোতে খোঁজ নিয়ে শেষ তারিখের আগেই আবেদন ফর্ম জমা দিতে হবে

- আবেদনপত্র গ্রহণ করার এজেন্সিতে আবেদনপত্রটি নির্ধারিত তারিখের আগেই সাবমিট করুন (প্রি-এডমিশন লেটার থাকলে তা সংযুক্ত করুন)

আবেদনের শেষ তারিখ

জানুয়ারি থেকে শুরু হয়ে এপ্রিলের মধ্যে নির্ধারিত তারিখ পড়ে। এজেন্সিতে যোগাযোগ করে সেই তারিখের আগেই আবেদনপত্র জমা দিতে হবে।

অসংখ্য সুযোগ সুবিধা সম্বলিত এই স্কলারশিপটি বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য সত্যিই লোভনীয় একটি অফার। তাহলে দেরি না করে আজই খোঁজ নিয়ে নিন সংশ্লিষ্ট চীনা এজেন্সিতে। চীনা এজেন্সি এবং আবেদনপত্র সম্পর্কে বিস্তারিত জানতে বাংলাদেশে অবস্থিত চীনা দূতাবাসে যোগাযোগ করুন।


বিশ্ববিদ্যালয় কম্পাস পত্রিকার সংখ্যা সমূহ

আরো সংবাদ

শিশু ক্যাম্পাস

বিশেষ সংখ্যা

img img img